ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফুটবল

হলুদ কার্ডে কপাল পুড়ল শেখ রাসেলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
হলুদ কার্ডে কপাল পুড়ল শেখ রাসেলের বল দখলের চেষ্টায় শেখ রাসেলের নীল জার্সি পরিহিত খেলোয়াড়।

গ্রুপ পর্ব শেষে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পয়েন্ট হয় সমান ৫ করে। গোল পার্থক্যও সমান। তবে ফেডারেশন কাপের বাইলজ অনুযায়ী বেশি হলুদ কার্ড পাওয়ায় বিদায় নিতে হলো শেখ রাসেলকে।

ফলে ‘ডি’ গ্রুপ থেকে আসরটির কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করলো মুক্তিযোদ্ধা ও মোহামেডান।

শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা ও শেখ রাসেল।

যেখানে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল। এর আগে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় মোহামেডান।

ম্যাচে অবশ্য ১২তম মিনিটে হেডে আজিজভ আলিশেরের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান ইসমাইল বাঙ্গুরা। খেলার বাকি সময় আর কোনো গোল হয়নি।

এই ম্যাচ শেষে গ্রুপে পর্বে একটি করে জয় ও দুটি করে ড্রয়ে ৫ করে পয়েন্ট দাঁড়ায় তিন দলের। আর বেশি হলুদ কার্ড হওয়ায় ছিটকে যায় রাসেল। গ্রুপের অন্য দল উত্তর বারিধারা আগেই বাদ পড়ে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।