ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

দারুণ জয়ে ছন্দে ফিরেছে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
দারুণ জয়ে ছন্দে ফিরেছে ম্যানইউ ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই বড় জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল ওলে গুনার সুলশারের শিষ্যরা। বার্নলি এফসিকে ২-০ গোলে হারিয়েছে দলটি। দলের হয়ে দুই অর্ধে একটি করে গোল করেন অ্যাঁতনি মার্সিয়াল ও মার্কাস র‌্যাশফোর্ড।

প্রতিপক্ষের মাঠে খেলার ৪৪ মিনিটে লিড পায় ম্যানইউ। স্বাগতিকদের ভুলে বল পেয়ে গোল করতে কোনো ভুল করেননি এই ফরাসি তারকা।

আর ম্যাচের যোগ করা সময়ে গোল করে জয় নিশ্চিত করেন র‌্যাশফোর্ড।  

লিগে ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানইউ। ১ পয়েন্ট কম নিয়ে ছয়ে আছে টটেনহ্যাম হটস্পার। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। লেস্টার সিটি ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ১৯ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি। চারে থাকা চেলসির পয়েন্ট ১৯ ম্যাচে ৩২। আরেক জায়ান্ট দল আর্সেনাল ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।