ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফুটবল

ষষ্ঠ গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ষষ্ঠ গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো ষষ্ঠ গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

আরও একটি পুরস্কার ঘরে তুললেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৯ সালে ফুটবলে অবদান রাখার জন্য দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেস্ট মেনস প্লেয়ার হয়েছেন তিনি।

২০১৯ ব্যালন ডি’অর পুরস্কারে অবশ্য রোনালদো তৃতীয় হয়ে শেষ করেছেন। যেখানে রেকর্ড ষষ্ঠবার বর্ষসেরার এই পুরস্কার ঘরে তোলেন লিওনেল মেসি।

আর দ্বিতীয় হয়েছেন ভার্জিল ফন ডাইক।

তবে দুবাইর এই অ্যাওয়ার্ড প্রায় নিজেরই করে নিয়েছেন রোনালদো। যেখানে শেষ নয়বারের মধ্যে ৬বারই জিতলেন। এছাড়া টানা জিতেছেন চারবার।

৩৪ বছর বয়সী সিআর সেভেন খ্যাত রোনালদো ২০১৮-১৯ মৌসুমে ইতালিয়ান সিরিআ দল জুভেন্টাসে যোগ দিয়েই লিগ শিরোপা জেতেন। এছাড়া জাতীয় দল পর্তুগালের ন্যাশন লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।