মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা ঢাকায় পা রাখবেন তা নিশ্চিত করেননি তিনি।
ম্যারাডোনার ঢাকা সফরের ব্যাপারে বাফুফে সভাপতি জানিয়েছেন, ‘এ সফরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাবেন ম্যারাডোনা। ’
এর আগেও ম্যারাডোনাকে আনার চেষ্টা করেছিল বাফুফে। তবে সেবার কলকাতা সফর করলেও বাংলাদেশে আসেননি ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক। তবে ২০১১ সালে তার স্বদেশী ফুটবল তারকা এবং বর্তমান অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএইচএম