সের্গিনো ডাস্ট
জন্ম নেদারল্যান্ডসে হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলেন সের্গিনো ডাস্ট। ডাচ ক্লাব আয়াক্সের এই রাইট-ব্যাক দলের সঙ্গে কাতারে অনুশীলনে গিয়েছিলেন। কিন্তু মার্কিন-ইরান রাজনৈতিক সংকটের কারণে ‘নিরাপদবোধ না করায়’ কাতার ছেড়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। খবরটি নিশ্চিত করেছে আয়াক্স কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদ এয়ারপোর্টে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানিয়ান সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে। এর জের ধরে ইরানের সঙ্গে আমেরিকার রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
অস্থিতিশীল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যও।
যার কারণে গত শনিবার (০৪ জানুয়ারি) ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতারে অনুশীলন বাতিল করে যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দলও।
বাংলাদেশে সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।