শনিবার (১৮ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও সিশেলসের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বুরুন্ডি। এই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষ দল হিসেবে শেষ চারের টিকেট কাটলো আফ্রিকান দেশটি।
ম্যাচের শুরু থেকে বল নিজেদের পায়ে রাখলেও ২৬ মিনিটে পিছিয়ে পড়ে বুরুন্ডি। পেরি মনিয়াইয়ের গোলে এগিয়ে যায় সিশেলস। তবে ব্যবধানটা তারা ধরে রাখতে পারেনি। গোল হজম করে ফুঁসে ওঠে বুরুন্ডি। প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি তারা।
বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে সমতায় ফিরে বুরুন্ডি। এনদিকুমানা আসমানের শট পায়ে লাগে সিশেলসের গোলরক্ষকের। সেখান থেকে পাওয়া বলে লাফিয়ে ওঠে হেডে জাল খুঁজে নেন শিমিরিমানা জসপিন। আগের ম্যাচে মরিশাসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এখন পযর্ন্ত ৪ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন জসপিন।
সমতায় ফিরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বুরুন্ডি। ৩১ মিনিটে প্লেসিং শটে ব্যবধানটা ২-১ করেন ট্যাম্বায়ে আমিসি। বুরুন্ডির তৃতীয় গোলটিও এসেছে তার পা থেকে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ইউবি