ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

'চ্যাম্পিয়ন ফর পিস' পুরস্কার জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
'চ্যাম্পিয়ন ফর পিস' পুরস্কার জিতলেন মেসি ছবি: সংগৃহীত

একদিন আগেই লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফার 'দ্য বেস্ট অ্যাওয়ার্ড' জিতে নিয়েছেন রবার্ট লেভান্ডভস্কি। কিন্তু নিজের পুরস্কারের খাতায় নতুন আঁকিবুঁকি ঠিকই করে যাচ্ছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এবার ২০২০ সালের 'চ্যাম্পিয়ন ফর পিস' পুরস্কার জিতলেন তিনি।

মাঠের বাইরে দাতব্য কাজে সম্পৃক্ত থাকার কারণে শুক্রবার (১৮ ডিসেম্বর) বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করা হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে অবদান দেখে যাচ্ছেন মেসি। করোনাকালে বার্সেলোনা ও নিজ দেশ আর্জেন্টিনার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। চিকিৎসা সামগ্রী কিনতে ঢেলেছেন মিলিয়ন ইউরো। এছাড়া নিজের প্রতিষ্ঠিত 'লিও মেসি ফাউন্ডেশন'-এর মাধ্যমে সিরিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেসব মানবিক কার্যক্রমেরই স্বীকৃতি দিল 'পিস অ্যান্ড স্পোর্ট' নামের একটি সংগঠন।

পুরস্কার হাতে এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, 'আমার সামাজিক কর্মকাণ্ডের জন্য ২০২০ সালের চ্যাম্পিয়ন ফর পিস পুরস্কার অর্জন করায় আমি সম্মানিত বোধ করছি। দারুণ এই স্বীকৃতির জন্য পিস অ্যান্ড স্পোর্ট-কে ধন্যবাদ। '

এদিকে শনিবার (১৯ ডিসেম্বর) মেসির সামনে আরও অর্জন অপেক্ষা করছে। আর মাত্র ২ গোল করতে পারলেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। সান্তোসের জার্সিতে ১৯ মৌসুম খেলে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ৬৪৩ গোল করেছিলেন। দুই গোল করলে এই রেকর্ডে যোগ হবে মেসির নাম, তবে দুই মৌসুম কম খেলেই।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।