ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানসিটির সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
ম্যানসিটির সহজ জয়

দারুণ গোছালো ফুটবল খেলে সহজ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

আর এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে ফিরেছে সিটি।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে দুই অর্ধে একটি করে গোল করেন ইলকাই গুনদোগান ও ফেরান তরেস।

এদিন খেলার ১৪তম মিনিটে লিড নেয় সিটি। রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বলে কাছ থেকে দলকে এগিয়ে নেন জার্মান তারকা গুনদোগান।

পরে দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। ডান দিক থেকে জোয়াও কানসেলোর ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি সফরকারী ডিফেন্ডার ফেদেরিকো ফের্নান্দেস। কাছ থেকে সহজেই বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড তরেস।

লিগে ১৪ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে সিটি। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নিউক্যাসল। আর্সেনাল ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে। ২৫ পয়েন্ট নিয়ে সাতে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে আছে। এক ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার।

এভারটন লেস্টারের সমান ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।