ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

ফুটবল

পিএসজি অধ্যায়ের শুরুটা স্মরণীয় হলো না পচেত্তিনোর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
পিএসজি অধ্যায়ের শুরুটা স্মরণীয় হলো না পচেত্তিনোর বল নিয়ে ছুটছেন এমবাপ্পে

দীর্ঘদিন পর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ারে ফিরেছেন মাউরিসিও পচেত্তিনো। কিন্তু আর্জেন্টাইন কোচের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে সেঁত এতিয়েনের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

 

নিজেদের মাঠে ১৯তম মিনিটে রোমেইন হামাওমার গোলে এগিয়ে যায় সেঁত এতিয়েন। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি পিএসজি। মার্কো ভেরাত্তির পাস থেকে ২২তম মিনিটে দলকে সমতায় ফেরান মইস কিন।  

এরপর অবশ্য ম্যাচে আধিপত্য বিস্তার করলেও আর গোলের দেখা পায়নি নেইমারকে ছাড়া মাঠে নামা পিএসজি। আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া এবং বদলি হিসেবে মাঠে নামা পাবলো সারাবিয়ার শট রুখে দিয়ে সেঁত এতিয়েনকে রক্ষা করেন গোলরক্ষক জেসি মউলিন।  

এই নিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত সেঁত এতিয়েন। অন্যদিকে পয়েন্ট ভাগাভাগি করলেও ফ্রেঞ্চ লিগের চলতি মৌসুমের তালিকায় ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লেন্সকে ৩-২ ব্যবধানে হারানো লিঁও।  

কোচ টমাস টুখেল বরখাস্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে গত শনিবার পিএসজির দায়িত্ব নেন টটেনহামের সাবেক কোচ পচেত্তিনো। অবশ্য এর আগে খেলোয়াড়ি জীবনেও ফরাসি ক্লাবটিতে ছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।