সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির এখন পিএসজির হয়ে খেলবেন। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে লিগ ওয়ানে খেলবেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।
পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নিজের ১০ নম্বর জার্সিটি দিতে চেয়েছিলেন পুরোনো বন্ধু মেসিকে। তবে এ প্রস্তাবে সম্মতি দেননি এ বার্সা লিজেন্ড। তিনি জানান, দশ নম্বর জার্সিটি তার বন্ধুর (নেইমার) জন্যই তোলা থাকবে।
বার্সেলোনায় সর্বশেষ দশ নম্বর জার্সি পরলেও, ক্লাবটিতে এর আগে আরো দুইটি নম্বর সম্বলিত জার্সি গায়ে দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। একটি ৩০ এবং অপরটি ১৯। এই দুইটি নম্বরের মধ্যে থেকে ৩০ নম্বরটিকে বেছে নিলেন মেসি।
মেসির ৩০ নম্বর জার্সি পরার পেছনে কারণও আছে। ১৭ বছর আগে এই ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। হয়তো এই জার্সি পরেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমএইচএম