ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ব্যালন ডি'অর: কত পয়েন্ট পেলেন মেসি-লেভানদোভস্কিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ব্যালন ডি'অর: কত পয়েন্ট পেলেন মেসি-লেভানদোভস্কিরা

ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সপ্তমবারের মতো ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। তার চেয়ে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় হয়েছেন রবার্ট লেভানদোভস্কি।

বাকিরা তাদের দুজনের চেয়ে অনেক পিছিয়ে।  

সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে এবারের ব্যালন ডি'অর গ্রহণ করেন মেসি।  

ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কারজয়ী নির্বাচনে একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়। ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের ভোটে ৩০ শীর্ষ ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এরপর সেখান থেকে ৫০ জন সাংবাদিক সেরা পাঁচ খেলোয়াড় নির্বাচন করেন। প্রত্যেক সাংবাদিক পাঁচজন খেলোয়াড়কে ক্রমানুসারে ভোট দিতে পারেন। যে খেলোয়াড়কে প্রথমে রাখা হয়, সেই খেলোয়াড় পাবেন ৬ পয়েন্ট। এভাবে ক্রমানুসারে ওই সাংবাদিকের তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ফুটবলার পাবেন যথাক্রমে ৪, ৩, ২ ও ১ পয়েন্ট।

৫০ জন নির্বাচিত সাংবাদিকের মোট ভোট থেকে হিসাব করা হয় কোন খেলোয়াড় মোট কত পয়েন্ট পেয়েছেন। যার প্রাপ্ত পয়েন্ট বেশি হয়, তার হাতেই উঠে ব্যালন ডি'অর। এবার সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন মেসি। তাই তার হাতেই উঠেছে ব্যালন ডি'অর। আর্জেন্টাইন এই তারকার পয়েন্ট ৬১৩। দ্বিতীয় স্থানে থাকা লেভানদোভস্কি পেয়েছেন ৫৮০ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা জর্জিনহো ৪৬০ পয়েন্ট পেয়েছেন। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার পয়েন্ট ২৩৯, পাঁচে থাকা এনগ্লোলো কান্তে পেয়তেছেন ১৮৬ পয়েন্ট এবং ক্রিস্টিয়ানো রোনালদো ১৭৮ পয়েন্ট নিয়ে আছেন ছয়ে।  

এবারের ব্যালন ডি'অরে কে কত পয়েন্ট পেলেন (সেরা ২০):

১) লিওনেল মেসি: ৬১৩ পয়েন্ট
২) রবার্ট লেভানদোভস্কি: ৫৮০ পয়েন্ট
৩) জর্জিনহো: ৪৬০ পয়েন্ট
৪) করিম বেনজেমা: ২৩৯ পয়েন্ট
৫) এনগোলো কান্তে: ১৮৬ পয়েন্ট
৬) ক্রিস্টিয়ানো রোনালদো: ১৭৮ পয়েন্ট
৭) মোহামেদ সালাহ: ১২১ পয়েন্ট
৮) কেভিন ডি ব্রুইনা: ৭৩ পয়েন্ট
৯) কিলিয়ান এমবাপ্পে: ৫১ পয়েন্ট
১০) জিয়ানলুইজি ডোন্নারুম্মা: ৩৬ পয়েন্ট
১১) আর্লিং হালান্ড: ৩৩ পয়েন্ট
১২) রোমেলু লুকাকু: ২৬ পয়েন্ট
১৩) জর্জো কিয়েল্লিনি: ২৬ পয়েন্ট
১৪) লিওনার্দো বোনুচ্চি: ১৮ পয়েন্ট
১৫) রাহিম স্টার্লিং: ১০ পয়েন্ট
১৬) নেইমার: ৯ পয়েন্ট
১৭) লুইস সুয়ারেস: ৮ পয়েন্ট
১৮) সিমোন কায়ের: ৮ পয়েন্ট
১৯) মেসন মাউন্ট: ৭ পয়েন্ট
২০) রিয়াদ মাহরেজ: ৭ পয়েন্ট

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।