ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

ফুটবল

পরাজয়ে বছর শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
পরাজয়ে বছর শুরু রিয়ালের

পরাজয়ে বছর শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ ও লিগে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ গেতাফের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। ম্যাচের নবম মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন এনেস উনাল।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাওয়ের ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। ডি-বক্সে তিনি তালগোল পাকিয়ে ফেললে বল ধরে কোনাকুনি শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন উনাল। ২০১৮ সালের পর রিয়ালের জালে এটি গেতাফের প্রথম গোল।  

শুরুতেই পিছিয়ে পড়ার পর অনেকগুলো সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোল মেলেনি তাদের। তাই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

লিগে ২০ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। দুই ম্যাচ কম খেলা সেভিয়া ৩৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। অপরদিকে, ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে উঠেছে গেতাফে।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।