ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোকে ছাড়িয়ে ইতালিতে ইতিহাস দিবালার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
রোনালদোকে ছাড়িয়ে ইতালিতে ইতিহাস দিবালার

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসেরই মহাতারকাদের একজন। তিনি যেখানে যাবেন, তাকে নিয়ে তুমুল আগ্রহ তৈরি হবে এটাই তো স্বাভাবিক।

২০১৮ সালে তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দেন জুভেন্টাসে। তখন তার জার্সি বিক্রির ধুম পড়ে গিয়েছিল।  

কিন্তু তাকেও ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনার পাওলো দিবালা। চলতি মৌসুমে ফ্রি অ্যাজেন্ট হিসেবে জুভেন্টাস ছাড়েন তিনি। কিন্তু ক্লাব খুঁজে পেতে ভালোই বেগ পেতে হয় তাকে। কিন্তু শেষ অবধি রোমা কোচ হোসে মরিনহোর চাওয়ায় যোগ দেন এএস রোমায়।
 
তাকে নিয়ে ক্লাবটির সমর্থকরা কতটা উচ্ছ্বাসিত তারই যেন প্রমাণ মিলেছে। দিবালার জার্সি বিক্রির ধুম পড়েছে। এতটাই যে ছাড়িয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডও।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে ক্লেরিনের মতে এক দিনে জার্সি বিক্রির রেকর্ডে রোনালদোকে ছাড়িয়ে গেছেন দিবালা। তার জার্সি বিক্রির ব্যাপারে অফিসিয়াল রোমা স্টোরের এক বিক্রেতা জানান, ‘সকাল থেকে আমরা এক মুহূর্তের জন্য থামতে পারিনি। জার্সিতে তার নাম লেখা ছাড়া আমাদের এখন আর কোনো কাজ নেই। ’

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।