শনিবার অন্যরকম এক বিকেলের সাক্ষী হলো অ্যানফিল্ড। সমর্থকদের উল্লাসে ভাসিয়ে বোর্নমাউথের বিপক্ষে একের পর এক গোল করতে থাকলেন রবার্তো ফিরমিনো-লুইস দিয়াজরা।
তিন রাউন্ড পেরিয়ে গেলেও জয় ছিল না একটিও। অবশেষে সেই ক্ষোভ মোহাম্মদ সালাহরা পুরোপুরি ঝাড়লেন বোর্নমাউথকে পেয়ে। সমস্ত রাগ-ক্ষোভ ঝেড়ে বোর্নমাউথের জালে গুনে গুনে ৯বার বল জড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের রানারআপরা।
ম্যাচ শুরু হতেই গোল উৎসবে মেতে উঠল তারা। চলল শেষ পর্যন্ত। এক মুহূর্তের জন্যও স্বস্বির নিঃশ্বাস ফেলতে পারল না বোর্নমাউথ।
ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোল করেন লুইস দিয়াজ। এরপর ম্যাচের ৬ষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করেন হার্ভে এলিয়ট। ২৮তম মিনিটে তৃতীয় গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এর তিন মিনিট পরই চতুর্থ গোল করেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। ৪৫ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন ফন ডাইক। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই (৪৬ মিনিটে) নিজেদের জালেই বল জড়িয়ে দেন বোর্নমাউথের ক্রিস মেপাম। ৬২ মিনিটে ব্যবধান ৭-০ করে ফেলেন রবার্তো ফিরমিনো।
৮০ মিনিটে ৮-০ গোলের ব্যবধান সৃষ্টি করেন ফ্যাবিও কার্ভালহো। এরপর ম্যাচের ৮৫ মিনিটে শেষবারের মত বোর্নমাউথের জালে বল জড়ান দিয়াজ।
ফ্রেমে বাঁধাই রাখার মতো জয়ে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে লিভারপুল। দিনের প্রথম ম্যাচে সাউদাম্পটনকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যানচেস্টার সিটি ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এআর