বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচ। ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে নেমেই রবার্ট লেভান্ডফস্কি করে ফেললেন হ্যাটট্রিক।
প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন তিন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন লেভান্ডফস্কি। এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে চারটি ও বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে একটি হ্যাটট্রিক ছিল তার।
একই রাতে আরও একটি রেকর্ডে নিজের নাম উপরে তুলেছেন বার্সা তারকা। করিম বেনজেমার ৮৬ গোলের সমান করে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তার চেয়ে বেশি গোল আছে কেবল লিওনেল মেসি (১২৫) ও ক্রিস্টিয়ানো রোনালদোর (১৪০)।
লেভার হ্যাটট্রিকের কল্যাণে ভিক্টোর প্লাজেনের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে বার্সা। বাকি দুই গোলের একটি করেছেন ফ্র্যাঙ্ক কেসেসে ও অন্যটি ফেরান তোরেস। লা লিগাতেও দারুণ ছন্দে আছেন লেভান্ডফস্কি। চারটি ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন তিনি।
বাংলাদেশ সময় : ১২০৭, সেপ্টেম্বর ৮, ২০২২
এমএইচবি