ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এই রেকর্ডটি শুধুই লেভান্ডফস্কির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
এই রেকর্ডটি শুধুই লেভান্ডফস্কির

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচ। ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে নেমেই রবার্ট লেভান্ডফস্কি করে ফেললেন হ্যাটট্রিক।

তাতে একটা রেকর্ড শুধুই নিজের করে নিয়েছেন পোল্যান্ডের এই তারকা।

প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন তিন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন লেভান্ডফস্কি। এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে চারটি ও বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে একটি হ্যাটট্রিক ছিল তার।

একই রাতে আরও একটি রেকর্ডে নিজের নাম উপরে তুলেছেন বার্সা তারকা। করিম বেনজেমার ৮৬ গোলের সমান করে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তার চেয়ে বেশি গোল আছে কেবল লিওনেল মেসি (১২৫) ও ক্রিস্টিয়ানো রোনালদোর (১৪০)।

লেভার হ্যাটট্রিকের কল্যাণে ভিক্টোর প্লাজেনের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে বার্সা। বাকি দুই গোলের একটি করেছেন ফ্র্যাঙ্ক কেসেসে ও অন্যটি ফেরান তোরেস। লা লিগাতেও দারুণ ছন্দে আছেন লেভান্ডফস্কি। চারটি ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন তিনি।  

বাংলাদেশ সময় : ১২০৭, সেপ্টেম্বর ৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।