ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কম্বোডিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে জিততে চায় বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
কম্বোডিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে জিততে চায় বাংলাদেশ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ২২ সেপ্টেম্বর। এর আগেই অনুশীলনে নিজেদের তৈরি করছেন তারা।

বাংলাদেশ থেকে কম্বোডিয়া অনেকখানি এগিয়ে থাকলেও তাদের দুর্বলতা খুঁজে নিজেদের ম্যাচ বের করে নিয়ে আসার ব্যাপারে আশাবাদী গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) কম্বোডিয়ার আর্মি স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন শেষে রানা জানান, কোচের নির্দেশে কম্বোডিয়ার দুর্বলতা ও শক্তিমত্তা বিবেচনায় রেখে নিজেদের তৈরি করছেন তারা। তিনি বলেন, ‘কোচের পরিকল্পনা অনুযায়ী আমরা অনুশীলন শেষ করেছি। পরবর্তী ম্যাচে যেহেতু আমাদের প্রতিপক্ষ কম্বোডিয়া, তাই দেশটির দুর্বলতা ও শক্তিমত্তা যা যা আছে সব কিছু বিবেচনায় রেখেই আমরা অনুশীলন করে যাচ্ছি। ’

কম্বোডিয়ার বিপক্ষে সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলবে বলে আশাবাদী রানা, ‘আলহামলিল্লাহ, সবাই সবার জায়গা থেকে সবটুকু দিয়ে অনুশীলন করে যাচ্ছে। ইন-শা-আল্লাহ ম্যাচেও সবাই সর্বোচ্চটুকু দিয়ে খেলবে। ’

প্রতিপক্ষ দলের ব্যাপারে পূর্ণ ধারণা নিয়েই ছক কষছেন কোচ হাভিয়ের কাবরেরা। তাদের দুর্বলতা ধরে ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী রানা, ‘কম্বোডিয়া অবশ্যই ভালো দল। কোচ দেশটি সম্পর্কে আমাদের অনেকগুলো ধারণা দিয়েছে। তাদের অ্যাটাকিং খুবই শক্তিশালী। কিন্তু ডিফেন্ডিংয়ে তাদের কিছু দুর্বলতা আছে। এই দুর্বলতা ধরেই আমরা কোচ কাজ করে যাচ্ছে। ম্যাচটি কঠিন হলেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। ’

কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করার পর আগামী আগামী ২৭ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।