ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
জয় দিয়ে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

জয় দিয়েই এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ। বাছাই পর্বের শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে  হারিয়েছেন বাংলাদেশ।

বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে বাংলাদেশের। কাগজে কলমে কিছু হিসেব বাকি থাকলেও বাস্তবতার নিরিখে বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা নেই।

আজ (১৮ সেপ্টেম্বর) বাহরাইনে শুরুতেই নেপালকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশের যুবারা। ম্যাচের পাঁচ মিনিটে মজিবুর জনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দশম মিনিটে পিয়াস আহমেদ নোভার গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। শুরুর খেলায় বড় ব্যবধান জয় প্রত্যাশা করতেই পারতো বাংলাদেশ।  

বাংলাদেশের তৃতীয় গোলটি হয় ৫২ মিনিটে। নোভার ক্রসে হেডে গোল করেন সাজিদ হাসান নিঝুম। ৩৩ মিনিটে অনন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় বাংলাদেশকে।

বাছাই পর্বে চার ম্যাচে এটি বাংলাদেশ দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ভুটানকে হারিয়েছিল ২-১ গোলে। তৃতীয় ম্যাচে কাতারের কাছে ৩-০ গোলে হেরে চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়।

মূল পর্বে নাম লেখাতে বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। সঙ্গে বাহরাইনের বড় ব্যবধানের হার প্রত্যাশা করতে হতো বাংলাদেশের। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয়র পর মূল পর্বে খেলা অনিশ্চিত বাংলাদেশের। বাহরাইনকে কাতার বড় ব্যবধানে হারালে পরের রাউন্ডে খেলতে পারে বাংলাদেশ। জয় দিয়ে নিজেদের কাজটা অনেকটাই সেরে রেখেছে বাংলাদেশ এবার বাহরাইন এবং কাতার ম্যাচের উপর ভাগ্য নির্ভর করছে যুবাদের।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।