ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাতার বিশ্বকাপ: দর্শকদের করোনা ভাইরাস টেস্ট বাধ্যতামূলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
কাতার বিশ্বকাপ: দর্শকদের করোনা ভাইরাস টেস্ট বাধ্যতামূলক

করোনা ভাইরাসের কারণে বিশ্বে সবকিছুই স্থবির ছিল দীর্ঘদিন। তবে ভ্যাকসিন আবিস্কারের পর সেই ধকল কাটিয়ে উঠেছে বিশ্ব।

কিন্তু সংক্রমণ এখনও রয়েই গেছে। পুরোদমে সবকিছু শুরু হলেও করোনা সংক্রমণ এড়াতে কাতার বিশ্বকাপেও করাতে হবে টেস্ট। স্টেডিয়ামে ঢুকতে প্রমাণ দেখাতে হবে করোনা নেগেটিভ হওয়ার।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আয়োজক দেশটি জানায়, ছয় বছর অথবা এর বেশি বয়সের সবাইকে কাতারে পৌঁছানোর ৪৮ ঘণ্টার মাধ্যে করোনা ভাইরাস টেস্ট করাতে হবে। অথবা দেশটিতে পৌঁছানোর ২৪ ঘণ্টা আগে করানো টেস্টে করোনা নেগেটিভের ফল দেখাতে হবে। এক্ষেত্রে অফিসিয়ালি কোনো মেডিকেল কেন্দ্র থেকে টেস্ট করাতে হবে। স্ব-শাসিত হওয়া যাবে না।  

এছাড়া জনসমাগমে প্রবেশ করার আগে ১৮ বছর বা এর বেশি বয়সী দর্শকদের সরকার নির্ধারিত একটি এপ ডাউনলোড করে নিতে হবে। যার নাম দেওয়া হয়েছে ‘এহতেরাজ’। এটি একটি ট্রেসিং অ্যাপলিকেশন। গণপরিবহনে সবাইকে মাস্ক পরতে হবে। যদি কেউ সেই দেশে থাকা অবস্থায় কোভিড পজিটিভ হয় তবে সরকারের নিয়ম অনুযায়ী আইসোলেশনে থাকতে হবে।  

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট শুরু হবে ২০ নভেম্বর। যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।