ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

শেখ জামাল-বসুন্ধরা কিংস যুবাদের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
শেখ জামাল-বসুন্ধরা কিংস যুবাদের জয়

বাফুফে অনূর্ধ্ব-১৮ লিগে আজ ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস এবং শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ঢাকা আবাহনীর বিপক্ষে আজ মাঠে নেমেছিল শেখ জামাল।

বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ছিল চট্টগ্র্রাম আবাহনী। শেখ জামাল ২-০ গোলে এবং বসুন্ধরা কিংস জিতেছে ১-০ ব্যাবধানে।

গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জয় করে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। যুবাদের লিগেও ছন্দ ধরে রেখেছে ক্লাবটি। আজ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় বসুন্ধরা কিংস। মাত্র ১৯ মিনিটেই গোল করে এগিয়ে যায় কিংস। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন অপুর্ব।

ঢাকা আবাহনীর বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের আধিপত্য ধরে রেখে খেলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ম্যাচের ৪৯ মিনিটে তানিমের গোলে এগিয়ে যায় শেখ জামাল। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় যুবারা। যার ফলশ্রুতিতে ৫৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় শেখ জামাল। দলের জয়সূচক গোলটি করেছেন মহিম।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।