ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল দলে ইনজুরির হানা, বিশ্বকাপ শেষ আর্থারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
ব্রাজিল দলে ইনজুরির হানা, বিশ্বকাপ শেষ আর্থারের

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। এই উপলক্ষে সব ফুটবলারই নিজেদের প্রস্তুত করছেন।

আবার অনেকে ইনজুরিতেও পড়ছেন। এবার সেই দলে শামিল হলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো। অনুশীলনে চোট পেয়ে কাতার যাওয়ার আশা শেষ তার!

ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে আর্থার নিজের চোটের কথা নিজেই জানান। লিভারপুলের অনুশীলনে এই চোট পান তিনি। যদিও কতদিন যাবত মাঠে নামতে পারবেন না তা জানাননি; তবে এই ব্রাজিলিয়ান অনুভব করছেন তিনি খেলতে পারবেন না বিশ্বকাপে।

ইনস্টাগ্রামে আর্থার জানান, ‘দুঃখজনকভাবে, আপনারা সবাই জানেন, আমার বাম ঊরুর চোট আমাকে বেশ কিছু দিনের জন্য খেলার বাইরে নিয়ে গেছে। এটা এমন একটা সময়ে এসেছে যখন আমি প্রবল চেষ্টা ও দারুণ পরিশ্রম করেছি। আমি নতুন বলে নিজের জায়গা পাকা করার জন্য প্রস্তুত ছিলাম এবং আমার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। ’ 

ব্রাজিলের জার্সিতে আর্থারের অভিষেক হয় ২০১৮ সালে। দলটির হয়ে এই পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।