ফরিদপুর: আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইফতেখার আজাদ মনবদেহে ভিটামিন এ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি উপজেলার ১৯৩টি স্থানসহ প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। চলতি বছরে ৩১ হাজার ১২ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ১৫৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল আর ছয় থেকে ১১ মাস বয়সী তিন হাজার ৮৫৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
ডা. মো. ইফতেখার আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আকতার হোসেন শাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রমা. তুরাজ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন, সালথা থানা পুলিশের এসআই ফরহাদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসআইএ