ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে আরও দুই ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
রাজশাহীতে আরও দুই ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৪

রাজশাহী: রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে মোট ১৫ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমানে আরও ১৮৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু আক্রান্ত মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম রফুজা বেগম (৫৫) অন্যজনের নাম সাজিত ইসলাম (১৩)।

রফুজার গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। আর সাজিতের বাড়ি চারঘাট উপজেলায়।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনেরই কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা দুজনই পাঁচ দিনের জ্বর নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রফুজাকে ১০ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ভর্তি করা হয়েছিল। তবে তিনি বেলা ৩টা ৪৫ মিনিটেই মারা যান। এছাড়া সাজিতকে ১০ অক্টোবর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সে আজ বুধবার (১১ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে মারা যায়।

এছাড়াও রামেক হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন দুই হাজার ৫৯৬ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮০ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় ভ্রমণ করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন।

এছাড়া মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে দুই হাজার ৩৯৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮৪ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।