ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক আসাদুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, অক্টোবর ৩০, ২০২৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক আসাদুজ্জামান

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (৩০ অক্টোবর) তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।