ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মেডিকেলে দ্বিতীয়বার ভর্তিতে কাটা যাবে ১০ নম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
মেডিকেলে দ্বিতীয়বার ভর্তিতে কাটা যাবে ১০ নম্বর

ঢাকা: চলতি শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষায় যারা দ্বিতীয়বার অংশ নেবেন তাদের ক্ষেত্রে ১০ নম্বর কাটা যাবে। আগে তাদের আট নম্বর কাটা হতো।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা দ্বিতীয়বার পরীক্ষা দেবে তাদের ১০ নম্বর কাটা যাবে। আগে ছিল ৮ নম্বর, এখন ১০ নম্বর করছি সমতা আনার জন্য। যারা নতুন পরীক্ষার্থী তারা যাতে বঞ্চিত না হয়, নতুন পরীক্ষার্থীরা যাতে ডিসঅ্যাডভান্টেজে না পড়েন, সেজন্য এ কাজটি করা হয়েছে।

আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি। ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।