ঢাকা: নার্স-মিডওয়াইফরা আবারও কর্মবিরতিতে যাচ্ছেন। মঙ্গলবার (০৮ অক্টোবর) থেকে তাদের কর্মবিরতি শুরু হচ্ছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনার পর পূর্বঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়েছিল। কিন্তু গত ০৬ অক্টোবর স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের প্রজ্ঞাপনের মাধ্যমে দুই নার্সিং কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত আমাদের এক দফা এক দাবির পরিপন্থী।
আরও পড়ুন: নার্সদের কর্মবিরতি স্থগিত
ড. শরিফুল ইসলাম বলেন, নার্সরা এ প্রজ্ঞাপনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করা হবে।
তবে মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফরা জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
এজেডএস/আরএইচ