ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বসুন্ধরা আই হসপিটালের উদ্যোগে চোখের চিকিৎসা পেলেন ৭০০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
বসুন্ধরা আই হসপিটালের উদ্যোগে চোখের চিকিৎসা পেলেন ৭০০ জন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নিখরচায় ৭০০ জন রোগী চোখের চিকিৎসা পেয়েছেন।  

চোখের চিকিৎসা ক্যাম্পের যৌথ আয়োজক বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং মইনউদ্দিন-মুক্তারউদ্দিন ওয়েলফেয়ার সোসাইটি।

মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলার খনারচর নয়াহাটি পুলের মোড়ে অবস্থিত একটি মক্তব প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

বসুন্ধরা আই হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সাইফুল ইসলামসহ চারজন চিকিৎসক ও ছয়জন সহকারী মিলিয়ে ১০ সদস্যের একটি দল দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেয়।

এছাড়া আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরাও এ কার্যক্রমে সহযোগিতা করেন।  

৭০০ জন রোগীকে এদিন চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ১৭০ জনকে চোখের ছানি, নেত্রনালী ও মাংস বৃদ্ধির কারণে অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম।  

এতে আরও বক্তব্য দেন মইনউদ্দিন-মুক্তারউদ্দিন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ড. এম আবদুল আজিজ ও বাজিতপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন বাদলসহ অনেকে।  

এসময় উপস্থিত ছিলেন-রোটারি ক্লাব অব উত্তরা ওয়ানের ক্লাব অ্যাডভাইজার রোটারিয়ান কে এম এনায়েতুল করিম হেলাল, রোটারি ক্লাব অব উত্তরা ওয়ানের প্রেসিডেন্ট মেসবাহ উদ্দিন নাঈম, রোটারি ক্লাব অব উত্তরা ওয়ানের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সফিকুল ইসলাম, ক্লাব ডিরেক্টর রোটারিয়ান রুবিনা ইয়াসমিনসহ অনেকে।  

উত্তর সরারচর এলাকা থেকে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা দুলেনা বেগম বাংলানিউজকে জানান, আমার চোখ ভালো করে পরীক্ষা করেছেন ডাক্তার সাহেব। পরে ওষুধ ও ব্যবস্থাপত্র দিয়েছেন। চিকিৎসা পেয়ে আমি অনেক খুশি।  

জহরপুর-মিস্তরিপাড়া থেকে ক্যাম্পে আসা মানিক সূত্রধরসহ অন্যান্য রোগীরা নিখরচায় সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।