ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

স্বাস্থ্য

আফরোজা বেগম জেনারেল হাসপাতালে নতুন চার ইউনিট চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
আফরোজা বেগম জেনারেল হাসপাতালে নতুন চার ইউনিট চালু

মানিকগঞ্জ: মানিকগঞ্জবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে নতুন করে আরও চারটি ইউনিট চালু করেছে বসুন্ধরা ফাউন্ডেশন।  

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বসুন্ধরা ফাউন্ডেশনের অর্থায়নে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে এ চারটি ইউনিটের উদ্বোধন করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মোকসেদুল মোমিন।

নতুন চারটি ইউনিট হলো- সিসিইউ, ক্যান্সার চিকিৎসা ও কেমোথেরাপি, ফিজিওথেরাপি এবং ডোপ টেস্ট।  

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মোকসেদুল মোমিন বলেন, আমি এর আগেও এ হাসপাতালটি পরিদর্শন করেছি, পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান আমার কাছে ভালো লেগেছে। আজ নতুন করে চারটি ইউনিটের উদ্বোধন হলো। তবে এর মধ্যে ক্যান্সার চিকিৎসা ও কেমোথেরাপির ইউনিট জেলায় প্রথম, যার কারণে আমার আশা, জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখান থেকে সঠিক চিকিৎসাসেবা পাবেন।


এদিকে বসুন্ধরা ফাউন্ডেশনের সিইও এম. নাসিমুল হাই (এফসিএস) বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যই মানিকগঞ্জে আফরোজা বেগম জেনারেল হাসপাতাল করার উদ্যোগ নেয় বসুন্ধরা ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে নতুন করে আরও চারটি ইউনিটের উদ্বোধন করা হলো।  

এসময় আরও উপস্থিত ছিলেন- ট্রেনিং অ্যান্ড অপারেশন আশিকুর রহমান, মেডিকেল এবং ইউনিট হেড ড. সিরাজুল ইসলাম, একাউন্ট অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার কাজী তাওহীদ, ডা. রহমতুল্লাহ, ডা. আশরাফুল হোসেনসহ আফরোজা বেগম জেনারেল হাসপাতালের কর্মকর্তারা ও স্থানীয় লোকজন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।