ঢাকা: বেসরকারি চিকিৎসকদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো তৈরি করার উদ্যোগ নেবে সরকার। বেসরকারি বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের সর্বনিম্ন বেতন কাঠামো করে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান।
তিনি বলেন, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসক-কর্মচারীদের পে স্কেলের দাবি করা হয়েছে। আসলে তাদের পে স্কেল দেওয়া দুরূহ বিষয়। কারণ এটি ইউনিফর্ম কাঠামো নয়। ঢাকা, বিভিন্ন মহানগর, জেলা শহর, উপজেলা শহর, বিভিন্ন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের বেতনক্রম ভিন্ন হবে।
সায়েদুর রহমান জানান, বেসরকারি যেসব চিকিৎসা প্রতিষ্ঠান আছে, তাদের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে শিগগিরই চিকিৎসক ও নার্সদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামোর প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, পে স্কেল নয়, আমরা আশাবাদী, সর্বনিম্ন বেতন কাঠামো করে দিতে সক্ষম হব অল্প দিনের মধ্যে।
স্বাস্থ্য সুরক্ষা আইনে সংস্কার কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, তাদের পরামর্শগুলো আগামী ১৮ তারিখে আসবে বলে আশা করি। পরামর্শ এলে সেগুলো আমরা যুক্ত করে আমরা একটি স্বাস্থ্য সুরক্ষা আইন আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে আমরা জনসমক্ষে আনতে পারব।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে মানুষের জন্য আমরা একটি মানসম্মত, সমতাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক চিকিৎসা সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের যে পরিকল্পনা আমরা করেছি, তাতে দেশবাসী ও পেশাজীবীদের পাশে থাকা আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসকে/আরএইচ