ঢাকা: রাজনৈতিক সহিংসতায় সাংবাদিকদের সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল। এরই মধ্যে হামলায় আহত বেশ কিছু সাংবাদিককে চিকিৎসা সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি।
হাসপাতালের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দশম জাতীয় সংসদ নিবার্চন নিয়ে দেশ বেশ অস্থিতিশীলতার মধ্যে রয়েছে।
নিবার্চনের রাজনীতির সহিংসতার শিকার হচ্ছে সাংবাদিকরা। এতে উদ্বেগ প্রকাশ করে আহত সাংবাদিকদের ২৪ ঘণ্টা চিকিৎসা দেওয়ার ঘোষণা দেয়া হয়।
এ হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও মেডিসিনসহ সু-চিকিৎসার ব্যবস্থা আছে এ হাসপাতালে।
বাংলাদেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৩