ঢাকা: বিটি বেগুন, জেনিটিক্যালি মডিফায়েড (জিএম) আলু ও গোল্ডেন রাইসের হাত থেকে রক্ষার আহ্বানের পাশাপাশি জিএম খাদ্য মুক্ত বাংলাদেশের দাবি জানিয়েছে দুটি বেসরকারি সংস্থা।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জিএম মুক্ত বাংলাদেশ চাই’ স্লোগান নিয়ে জিএম বিরোধী গণমোর্চা ও বিটি বেগুন বিরোধী নামে দুটি সংস্থার পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞানী ড. ইউনুস সোবহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা উন্নয়ন ধারা ট্রাস্টের নির্বাহী পরিচালক আমিনুল রসুল, পরিবেশবিদ মুহিদুল হক খান, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষির ওপর কোনো প্রভাব পড়ে এমন বীজ বাংলাদেশের কৃষি খাতকে শুধু ধ্বংসই করবে না কৃষকদের মেরে ফেলবে। এছাড়া পরিবেশের ওপর পড়বে ব্যাপক প্রভাব। তাই এসব ধ্বংসাত্মক বীজ আবিষ্কার পরিহার করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৪