ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাজবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
রাজবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: নিরাপদ পুষ্টিকর খাবার-সুস্থ জীবনের অঙ্গীকার –এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
 
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়য়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  
 
পরে, সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ ও অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট ড. সৈয়দা নওশীন পূনিনী।
 
সভায় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ফারুক আহম্মেদ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম হান্নান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহিম বক্স, রাজবাড়ী বিএমএ’র সভাপতি ডা. গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভপতি খান জহুরুল হক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫ 
এমজেড  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।