ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্যাডিয়াট্রিক অফথালমোলজিস্টস অ্যান্ড স্ট্রাবিসমোলজিস্ট্রসের (বিএএফওএস) প্রথম বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞরা শিশুসহ সকল চক্ষু রোগীদের আরও উন্নত সেবা দেওয়ার অঙ্গীকার করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
প্যাডিয়াট্রিক অফথালমোলজিস্ট অধ্যাপক ডা. এ.এইচ.এম এনায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসেফিক একাডেমি অব অফথালমোলজি’র সহ-সভাপতি অধ্যাপক ডা. আভা হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এটি