ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে ১২ দিনের প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
ফরিদপুরে ১২ দিনের প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু প্লাস্টিক সার্জারি ক্যাম্প/ ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ১৩তম প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন অ্যারাবিয়ান হাসপাতালে ১২ দিনের এ ক্যাম্প শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি (শুক্রবার)।  

ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীম হক জানান, ঠোঁটকাটা, তালুকাটা, পোড়াজনিত জটিলতা এবং অন্যান্য ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করা হবে এ ক্যাম্পে।

রোগীদের অস্ত্রোপচার করবেন নেদারল্যান্ডের প্রখ্যাত প্লাস্টিক সার্জন পি এইচ এম স্পাউয়েন, সি এ স্প্রংক এবং বাংলাদেশের আবুল কালাম জামাল উদ্দিন।

তিনি বলেন, দরিদ্র ও অসহায় পরিবারের জন্যই এ সার্জারি ক্যাম্প। তারপরও এ সময়ের মধ্যে এ ধরনের যে কোনো রোগী নিবন্ধন করে এ চিকিৎসার সুবিধা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরকেবি/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।