ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষ ৭১ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষ ৭১ লাখ ডায়াবেটিস/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশে বর্তমানে ৭১ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০৪০ সাল নাগাদ এ সংখ্যা ছাড়িয়ে যাবে ১৩ দশমিক ৬ মিলিয়ন বা এক কোটি ৩৬ লাখ।

সোমবার (১৩ মার্চ) রাজধানীর বারডেম মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্তর্গত ‘চেজিং ডায়াবেটিস ইন চিল্ড্রেন (সিডিআইসি)’ ও নভো নরডিস্ক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, মহাসচিব মো. সায়েফ উদ্দিন, নভো নরডিস্কের করপোরেট ভাইস প্রেসিডেন্ট পিটার উলভস্কজোল্ড, ম্যানেজিং ডিরেক্টর আনান্দ শেঠী, হেড অব মার্কেটিং ডা. মোহাম্মদ সাইফুল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিশ্বে প্রতি ৬ সেকেন্ড একজন মানুষ ডায়াবেটিসের কারণে মারা যান। বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের মধ্যে শতকরা ৩ জন টাইপ-১ ডায়াবেটিস রোগী বা জন্মগতভাবে ডায়াবেটিসে আক্রান্ত। অনেক বাবা-মা বিষয়টি মেনে নিতে পারেন না। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের বেশিরভাগই আর্থিকভাবে অপেক্ষাকৃত অসচ্ছল ও গ্রাম এলাকার। তবে টাইপ-২ এ আক্রান্তদের মধ্যে অপেক্ষাকৃত ধনী ও শহরের শিশুর সংখ্যাই বেশি।

বক্তারা আরও বলেন, টাইপ-১ ডায়াবেটিসের জন্য বাবা-মা দায়ী নয়। জেনেটিক ও পরিবেশগত কারণে জন্মগতভাবে শিশুরা ডায়াবেটিসে আক্রান্ত হয়। সঠিকভাবে চিকিৎসা নিলে টাইপ-১ ডায়াবেটিস রোগীরাও সুস্থভাবে জীবনযাপন করতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।