ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম; ছবি-বাংলানিউজ
ঢাকা: শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালের সাথে ৩ বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
শনিবার (৮ই এপ্রিল) দুপুরে বার্ন ইউনিটের কনফারেন্স রুমে সিঙ্গাপুরের সিং হেলথের সাথে চুক্তিটি সম্পাদন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. আবুল কালাম, প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান সহ অনেকে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।