রোববার (০৭ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্লানটেশন (বিএমটি) ইউনিট এবং রোশ বাংলাদেশের উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।
বৈঠকে বক্তারা বলেন, ক্যান্সারের ভয়াবহতা এবং ক্ষতির পরিমাণ অবর্ণনীয়।
আসন্ন জাতীয় বাজেটে ক্যান্সার চিকিৎসায় নির্দিষ্ট বরাদ্দের জন্য সরকারকে আহ্বান জানান তারা।
‘ক্যান্সার মোকাবেলায় আমাদের প্রস্তুতি এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। সভাপতিত্ব করেন ঢামেকের রক্তরোগ ও ক্যানসার বিভাগের অধ্যাপক ডা. এম এ খান। আরও ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসটি/আরআর/আইএ