ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাভারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিষয়ক আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
সাভারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিষয়ক আলোচনা সভা আলোচনা সভা

সাভার (ঢাকা): ‘মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৭-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রফেসর ডা. এ কে এম মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট, গবেষক, লেখক সৈয়দ আবুল মকসুদসহ অন্যরা।

আলোচনায় বক্তারা বলেন, মাতৃ দুধের বিকল্প নেই। দেশে শিশুদের সুস্থ ও সবল রাখতে অবশ্যই বুকের দুধ খায়ানো গুরুত্বপূর্ণ। যা নিয়ে সচেতনতা আরও বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।