ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাড়ির পথে তোফা-তহুরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
বাড়ির পথে তোফা-তহুরা বাবা-মার কোলে তোফা-তহুরা, তারা এখন বাড়ির পথে, ছবি: বাংলানিউজ

ঢাকা: সুস্থ হয়ে বাড়ির পথে জমজ শিশু তোফা ও তহুরা। অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় দেড় মাস আগে আলাদা জীবন পায় এই শিশুরা।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সভাকক্ষে বিদায় অনুষ্ঠান শেষে ছাড়পত্র হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এরপর তার বাবা-মা তাদের অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবনের উদ্দেশ্যে রওয়ানা হন।

শিশু দুটির বাবা রাজু মিয়া ও মা সাহিদা সবার কাছে দোয়া চান। বিশেষ করে অধ্যাপিকা ডা. শাহনুর ইসলামের কথা উল্লেখ করেন তারা।

ছয় মাস পর তাদের পায়ুপথ তৈরি করার জন্য আরেকটি অস্ত্রোপচার করা হবে বলে জানান চিকিৎসক শাহনুর।

গত পহেলা আগস্ট ঢামেক হাসপাতালে প্রায় সাড়ে ছয় ঘণ্টার অস্ত্রোপচারে দুই বোনকে আলাদা করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রের পাশের একটি কক্ষে প্রায় ২০ দিন রাখা হয় তোফা ও তহুরাকে।

সেসময় সংক্রমণের ঝুঁকি এড়াতে তাদের সম্পূর্ণ আলাদা কক্ষে রাখা হয়। তারপর তৃতীয় তলার একটি কেবিনে রাখা হয় তাদের।

গাইবান্ধা সুন্দরগঞ্জের দহবনের কৃষক রাজু মিয়ার এই জমজ শিশু জোড়া লাগানো অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল গত বছরের ২৯ সেপ্টেম্বর।

তোফা-তহুরাকে কোলে নিয়ে বিদায় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।