ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে এডভোকেসি সভা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
ময়মনসিংহে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে এডভোকেসি সভা  ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত এডভোকেসি সভায় অংশগ্রহণকারীরা

ময়মনসিংহ: ময়মনসিংহে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

এ সময় জেলা সিভিল সার্জন এ.কে.এম আব্দুর রউফসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সভায় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা জরুরি। বাড়ির পাশের টব বা কোন পাত্রে ৭ দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে।  সবাই সচেতন থাকলে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।  

সভায় চিকুনগুনিয়া প্রতিরোধে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলেন সিভিল সার্জন এ.কে.এম.আব্দুর রউফ।   

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭ 
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।