ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: সরকারি-বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার (০৯) সন্ধ্যার পর স্বাস্থ্য অধিদফতর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
 
স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট (http://www.dghs.gov.bd) ছাড়াও শিক্ষার্থীদের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।


 
১০০টি মেডিকেল ও ডেন্টালে ভর্তির জন্য গত ৬ অক্টোবর ৩৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
সরকারি ৩১ ও বেসরকারি ৬৯টি কলেজে ভর্তির জন্য ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী আবেদন করে অংশ নিয়েছিল ৮২ হাজার ৭৮৮ জন। মোট ১০ হাজারের মতো আসনের মধ্যে সরকারি কলেজগুলোতে রয়েছে তিন হাজার ৩১৮টি আসন।
 
সরকারিতে ভর্তির জন্য তিন হাজার ৩১৮ জনকে মনোনীত করে বাকি ৫০০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
 
অধিদফতর জানিয়েছে, ভর্তির জন্য ন্যূনতম ৪০ নম্বর পেয়েছেন ৪১ হাজার ১৩২ জন শিক্ষার্থী। আদালতে আইনি লড়াইয়ে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৫ নম্বর কাটা যায়। এবার মেধা তালিকায় সর্বশেষ নম্বর ৭০ দশমিক ৫। আর ৯০ এর উপরে নম্বর পেয়েছেন দু’জন শিক্ষার্থী।
 
আগামী ১৭-২৮ অক্টোবর সরকারি মেডিকেল কলেজে ভর্তির পর বেসরকারিগুলোতে শুরু হবে। বেসরকারিগুলোতে মোট আসন ছয় হাজার ২২৫টি।
 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।