ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক হাসপাতালের আইসিইউতে ১২ নতুন বেড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
ঢামেক হাসপাতালের আইসিইউতে ১২ নতুন বেড ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১২টি নতুন বেড সংযোগ করা হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নতুন এ বেডগুলোর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (০৮ ডিসেম্বর) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগে আইসিইউতে ছিলো ২০টি বেড, নতুন করে আরো ১২টি বেড সংযোগ করা হয়েছে।

এরমধ্যে কয়েকটি বেডে পরীক্ষামূলক রোগীর সেবা চালু করা হয়েছে।

এছাড়া ঢামেক হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নতুন ৯টি বেড বাড়ানো হয়েছে। আশা করি শনিবার আইসিইউ ও এইচডিইউ বেডগুলো উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি জানান, রোগীদের চিকিৎসার সুবিধার্থে আমাদের যা যা করুণীয় দরকার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। স্বাস্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান রোগীদের চিকিৎসার সার্থে স্যারের প্রশংনীয় বিভিন্ন উদ্যোগের কারণে রোগিরা সময় মতো চিকিৎসা পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।