সোমবার (১১ ডিসেম্বর)বিকেলে সিআরপি-সাভার প্রাঙ্গণে কেক কেটে এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
১৯৭৯ সালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিত্যক্ত সিমেন্ট গোডাউনে একজন ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি এ টেইলর এর হাত ধরে মাত্র চার জন মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত রোগীদের নিয়ে সিআরপির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালেরি এ টেইলর, নির্বাহী পরিচালক মো. সফিকুল ইসলাম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান সেলিম, শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল সহ কর্মচারীবৃন্দ, রোগী এবং অন্যান্য কলাকুশলী উপস্থিত ছিলেন।
এই বিশেষ দিনটি উপলক্ষে বিভিন্ন আয়োজনের পাশাপাশি সিআরপিতে অবস্থানরত রোগীদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
আরআই