ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নানা আয়োজনে উদযাপিত সিআরপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
নানা আয়োজনে উদযাপিত সিআরপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সিঅারপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা

সাভার(ঢাকা): নানা আয়োজনে উদযাপন করা হলো পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি’র ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

সোমবার (১১ ডিসেম্বর)বিকেলে সিআরপি-সাভার প্রাঙ্গণে কেক কেটে এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

১৯৭৯ সালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিত্যক্ত সিমেন্ট গোডাউনে একজন ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি এ টেইলর এর হাত ধরে মাত্র চার জন মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত রোগীদের নিয়ে সিআরপির যাত্রা শুরু হয়।

বর্তমানে সারা দেশে সিআরপির মোট ১৩টি সেন্টার রয়েছে যার মধ্যে ৬টি বিভাগীয় শহরে অবস্থিত।

অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালেরি এ টেইলর, নির্বাহী পরিচালক মো. সফিকুল ইসলাম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান সেলিম, শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল সহ কর্মচারীবৃন্দ, রোগী এবং অন্যান্য কলাকুশলী উপস্থিত ছিলেন।

এই বিশেষ দিনটি উপলক্ষে বিভিন্ন আয়োজনের পাশাপাশি সিআরপিতে অবস্থানরত রোগীদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।