ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

কক্সবাজারে ডিপথেরিয়া: প্রতিরোধে ১৫ লাখ ডলার দেবে হু

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
কক্সবাজারে ডিপথেরিয়া: প্রতিরোধে ১৫ লাখ ডলার দেবে হু কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প

ঢাকা: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ছড়িয়ে পড়া ডিপথেরিয়া প্রতিরোধে ১৫ লাখ ডলার সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। একইসঙ্গে আরো অতিরিক্ত সংখ্যক কর্মী ও প্রয়োজনীয় রসদ সরবরাহের কথা জানিয়েছে সংস্থাটি।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এরইমধ্যে দেড় হাজার মানুষ ডিপথেরিয়ায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ২১ জন। এ অবস্থায় রোগটি মোকাবেলায় ও সেখানে স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য জরুরি সহায়তা তহবিল থেকে আগামী ছয় মাসে এ অর্থ সহায়তা দেবে হু।

এ অর্থের মাধ্যমে রোগটি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধি, সহায়তাকারী সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে।

কক্সবাজারে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা উন্নয়নে বর্তমানে ৮০টির বেশি স্বাস্থ্য সহযোগীর সঙ্গে কাজ করছে হু।

ডিপথেরিয়ায় আক্রান্ত ১০৮ রোহিঙ্গা শনাক্ত, ৫ জনের মৃত্যু

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।