কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এরইমধ্যে দেড় হাজার মানুষ ডিপথেরিয়ায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ২১ জন। এ অবস্থায় রোগটি মোকাবেলায় ও সেখানে স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য জরুরি সহায়তা তহবিল থেকে আগামী ছয় মাসে এ অর্থ সহায়তা দেবে হু।
এ অর্থের মাধ্যমে রোগটি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধি, সহায়তাকারী সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে।
কক্সবাজারে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা উন্নয়নে বর্তমানে ৮০টির বেশি স্বাস্থ্য সহযোগীর সঙ্গে কাজ করছে হু।
ডিপথেরিয়ায় আক্রান্ত ১০৮ রোহিঙ্গা শনাক্ত, ৫ জনের মৃত্যু
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
পিআর/জেডএস