ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে সাড়ে ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
কিশোরগঞ্জে সাড়ে ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে প্রায় ৪ লাখ ৫৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আউট ডোরে আনুষ্ঠানিকভাবে এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হবে।

সিভিল সার্জন জানান, শনিবার দ্বিতীয় রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সী ৫২ হাজার ৩৬৯ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬ হাজার ৪২৬ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, জেলার ১৩টি উপজেলার দুই হাজার ৯২৬টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। দিনব্যাপী এ কার্যক্রমে সাত হাজার ১০৩ জন কর্মী নিয়োজিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।