বুধবার (৭ নভেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাফরুল থানাধীন কচুক্ষেত ও ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় প্রতিষ্ঠানগুলোকে।
জরিমানাগ্রস্ত ছয়টি প্রতিষ্ঠান হলো- ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার (৭০ হাজার টাকা জরিমানা), জাহান অ্যান্ড কনফেকশনারি (২০ হাজার টাকা), নিউ রয়েল বেকারি অ্যান্ড কনফেকশনারি (৫০ হাজার টাকা), হারুন এন্টারপ্রাইজ (১৫ হাজার টাকা), জাহিদ হাসান বেকারি (৩০ হাজার টাকা), মিথিলা ফুড (৩০ হাজার টাকা জরিমানা)।
অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা বাংলানিউজকে বলেন, আইন অনুযায়ী পণ্যের মোড়ক আবদ্ধভাবে বিক্রয় করা এবং মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের পরিমাপ, উৎপাদন, ব্যবহারবিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লেখা বাধ্যতামূলক থাকলেও তারা তা না মানার কারণে এই জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন এসআইয়ের নেতৃত্বে সাত পুলিশ সদস্যের একটি টিম।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জিএমএম/এইচএ/