ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জয়পুরহাটে জিবিএসের প্রাদুর্ভাব, ৫ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
জয়পুরহাটে জিবিএসের প্রাদুর্ভাব, ৫ জনের মৃত্যু জিবিএস রোগে আক্রান্ত জিহাদ হাসান। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটে গুলেন ব্যারি সিনড্রোম (জিবিএস) রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিন মাসে জেলায় এ রোগে আক্রান্ত হয়েছেন শিশু ও নারীসহ ১১ জন। এদের মধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুও হয়েছে।

হঠাৎ করেই এ রোগের প্রাদুর্ভাবে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসা একটি মেডিকেল টিম আক্রান্তদের চিকিৎসা এবং সচেতনতা তৈরিতে কাজ শুরু করেছে।

 

জিবিএস একটি জীবাণু সংক্রমণজনিত রোগ। জীবাণু-প্রতিরোধী ইমিউন সিস্টেমের অস্বাভাবিক আচরণের ফলে ‘ক্যাম্পাইলো ব্যাকটর জেজুনি’ নামে একটি ব্যাকটেরিয়ার আক্রমণে জিবিএস দেখা দেয়। ক্যাম্পাইলো ব্যাকটর জেজুনিতে আক্রান্ত ডায়রিয়া রোগী বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত সর্দি-জ্বরের রোগীরা পরবর্তী পর্যায়ে জিবিএসে আক্রান্ত হয়। রোগী হঠাৎ করে প্রথমে দুই পায়ে দুর্বলতা বোধ করে, যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং উপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে। এই দুর্বলতা ক্রমে মেরুদণ্ড, দুই হাত, বুক ও মুখের মাংসপেশিতে ছড়িয়ে পড়ে। বুকের মাংসপেশির দুর্বলতার কারণে শ্বাসকষ্ট হলে রোগীকে আইসিইউ বা ‘নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে’ স্থানান্তর করতে হয়। অন্যথায় রোগী মারাও যায়।

জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, এ রোগে আক্রান্ত হয়ে গত ৯ অক্টোবর জেলা শহরের বারিধারা মহল্লার দিবাকর মণ্ডলের পুত্রবধূ পিংকি রানী সাহা (২৪), ২৭ অক্টোবর সদর উপজেলার দড়িপাড়া গ্রামের আব্দুল হাকিম, ৩ নভেম্বর সদরের মাধাই নগর গ্রামের শুকানপুকুরের তাহমিদ জামান ও আক্কেলপুর উপজেলার মাস্টার পাড়া মহল্লার অষ্টম শ্রেণির ছাত্র মারুফ হোসেন এবং ৭ নভেম্বর জয়পুরহাট সমাজসেবা অফিসের কর্মচারী হেলাল উদ্দিন মারা যান।  

এছাড়া জেলার পাঁচবিবি পৌর শহরের দমদমা মহল্লার শহিদুল ইসলামের ছেলে জিহাদ হাসান (১৭), শহরের থানা রোডের বাসিন্দা দীপক চাকীর মেয়ে বনশ্রী চাকী (৩০), সবুজ নগর মহল্লার মনছুর আলী শাহীনের স্ত্রী ফেরদৌসি বেগম, জয়পুরহাট সদরের হানাইল মাদ্রাসা পাড়ার বাসিন্দা ওসমান গণির ছেলে বাজলুর রশিদ (২৩), জয়পুরহাট-২ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি আবু ইউসুফ মো. খলিলুর রহমানের স্ত্রী থানা রোডের বাসিন্দা নাজমুন নাহার ফেন্সি এবং জয়পুরহাট সদর উপজেলার দোঁগাছী ইউনিয়নের শিমুলতলী গ্রামের রোমান হোসেনের শিশু সন্তান নাফিউলও (৩) এ রোগে আক্রান্ত হয়েছেন।

এ রোগে আক্রান্ত জয়পুরহাট শহরের সাহেবপাড়া মহল্লার বাসিন্দা পল্লী চিকিৎসক দিলদার হোসেন (৫০) বাংলানিউজকে জানান, ৩১ অক্টোবর বিকেলে তিনি তার চেম্বারে বসে চিকিৎসা দেওয়ার সময় বাম হাতের চারটি আঙ্গুল অবশ হয়ে আসে। পরের দিন সকালে ডান হাত, দুই পা-সহ কোমর অবশ হয়ে গেলে ঢাকার খাজা ইউনুস আলী হাসপাতালে ভর্তি হন। আর সেখানেই তিনি জিবিএস রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। বর্তমানে তাকে বাড়িতে রেখেই চিকিৎসকের দেওয়া ওষুধপত্র সেবন আর হাত-পায়ের ব্যায়াম করানো হচ্ছে। এতে তিনি ধীরে ধীরে ভাল হয়ে উঠছেন।  

এদিকে এ রোগ থেকে পুরোপুরি ভাল হওয়ার পর জয়পুরহাট শহরের পূর্ব বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, রোগটি হঠাৎ করেই আক্রমণ করে। তবে যথাসময়ে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এ রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করা যায়।  

এ ব্যাপারে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার রেজা বাংলানিউজকে জানান, জিবিএস রোগে আক্রান্ত হয়ে প্রতি লাখে একজন রোগী মারা যেতে পারে। কিন্তু জয়পুরহাটে একবারে এতো রোগী শনাক্ত হওয়ার কারণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসা একটি মেডিকেল টিম কাজ করছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে হঠাৎ করেই কী কারণে এর বিস্তার বাড়লো। তবে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাই এ রোগ নিয়ে আতঙ্ক ছড়ানোর কোনো কারণ নেই।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এনটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।