ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

৩৭তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের যোগদান ৭ এপ্রিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
৩৭তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের যোগদান ৭ এপ্রিল

ঢাকা: ৩৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এ স্বাস্থ্য ক্যাডারদের বা নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জন এবং ডেন্টাল সার্জনদের যোগদান আগামী রোববার (০৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত হবে। 

এজন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অধিদপ্তরের নতুন ভবনে নিয়োগপ্রাপ্তদের সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, আগামী মঙ্গলবারের (০২ এপ্রিল) মধ্যে অধিদপ্তরের ওয়েবসাইটে এই ক্যাডারদের ফর্ম পূরণের জন্যও বলা হয়েছে।

রোববার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আক্কাস আলী শেখ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৭তম বিসিএস-এ স্বাস্থ্য ক্যাডারের নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জন এবং ডেন্টাল সার্জনদের যোগদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী রোববার সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন স্বাস্থ্য ভবন, টিবি গেইট, মহাখালী, ঢাকাতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল।  

এ সংক্রান্ত বিস্তারিত এবং হালনাগাদ তথ্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) দেখার জন্য বলা হলো। এছাড়াও নতুন স্বাস্থ্য ক্যাডারদের তথ্য সংগ্রহের জন্য একটি ফর্ম ওয়েবসাইটে দেওয়া হয়েছে, যা আগামী মঙ্গলবারের (২ এপ্রিল) মধ্যে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।  

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এমএএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।