রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদারের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২০ এপ্রিল) সফলভাবে তিন রোগীর লেজার সার্জারি সম্পন্ন হওয়ার এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইলস, ফিস্টুলা ও ফিশার রোগে আক্রান্ত রোগীদের আধুনিক লেজার প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবে এ অস্ত্রোপচার করেন বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবু তাহের।
সফলভাবে এ অস্ত্রোপচার সম্পন্ন করায় সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এ সব রোগীরা দীর্ঘদিন ধরেই পায়ুপথের সমস্যায় ভুগছিলেন। সঠিক সময়ে এ ধরণের রোগীদের অস্ত্রোপচার করা না হলে পায়ুপথে রক্ত যাওয়া, ব্যাথা অনুভূত হওয়া, পুঁজ পড়া, চুলকানী ও পায়ুপথের চারদিকে ভিজে থাকা ইত্যাদি সমস্যায় কষ্ট পাওয়ার পাশাপাশি আরও নানা ধরণের অসুবিধায় ভোগেন রোগীরা।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এমএএম/এসএ