ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুন ২২, ২০১৯
বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরের চাঁদমারি কলোনী সংলগ্ন কীর্তনখোলা নদীর বেরিবাধে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব ডা. ইসরাইল হোসেন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান এ এইচ তৌফিত আহমেদ, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, ডা. মো. ফয়সাল, ডা. মঞ্জুরুল আলম শুভ্র, ডা. নাহিদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, আয়শা তৌহিদা লুনা প্রমুখ।

এদিকে একই সময়ে বরিশাল জেনারেল (সদর) হাস্পাতালে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জেলা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

বরিশাল সিটি কপোরেশনসহ জেলায় ৩ লাখ ৫৬ হাজার ৪৬৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে বরিশাল জেলার ১০ উপজেলায় খাওয়ানো হবে ৩ লাখ ৬ হাজার ৯৬৩ জন ও সিটি এলাকায় ৪৯ হাজার ৫০০ শিশুকে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুন ২২, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।