ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে ডেঙ্গুতে আক্রান্ত ১১১ জন, হাসপাতালে ভর্তি ১৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
খাগড়াছড়িতে ডেঙ্গুতে আক্রান্ত ১১১ জন, হাসপাতালে ভর্তি ১৯ হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত এক শিশু। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরও পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৭ জুলাই থেকে এখন পর্যন্ত খাগড়াছড়িতে ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত ১১১ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন।

বাকিরা চিকিৎসা নিয়ে বর্তমানে পুরোপুরি সুস্থ। জেলার ডেঙ্গু আক্রান্তদের জন্য হাসপাতালে পর্যবেক্ষন কেন্দ্র খোলা হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা বাংলানিউজকে বলেন, ‘শনাক্ত হওয়া অধিকাংশ রোগী স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
 
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।